রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুড়িগ্রামের চিলমারীতে নিলাম ছাড়াই তুলে সরিয়ে নেয়া হচ্ছে ড্রেনের ইট। কর্তৃপক্ষ নিরব, নজর নেই প্রশাসনের। জানা গেছে, উপজেলার থানাহাট বাজারের পানি নিস্কাশনসহ জনদুর্ভোগ দূর করতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেয় এলজিইডি কর্তৃপক্ষ। নতুন ড্রেনের কাজ শুরু হলেও পূর্বের ড্রেনের ইট নিলাম না দিয়েই কতিপয় ব্যাক্তি দ্রুত ট্রাক্টর দিয়ে হাজার হাজার ইট সরিয়ে নিচ্ছে। ড্রেনের হাজার হাজার ইট সরিয়ে নিলেও কর্তৃপক্ষ নিরব। নিরব প্রশাসনও।
থানাহাট বাজারের জিয়া, আমিন, মনজিলসহ অনেকে বলেন, এটা কেমন কথা সরকারি স্থাপনা নিলাম ছাড়াই কেন ভাঙা হচ্ছে, আর কারা ইট নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে। পথচারী নুর আমিন, শিতিস, মমিন জানান, কি আর হবে সব যেন মগেরমুল্লুক। সব নিয়ম ছাড়াই হচ্ছে। কিন্তু কেউ নজর দিচ্ছেনা।
ইট বহনকারী ট্রাক্টর চালকের সাথে কথা হলে তিনি জানান, সফিয়াল নামে এক ব্যাক্তির নির্দেশে সামসপাড়া এলাকার শাহজাহানের পুরাতন বাড়িতে ইটগুলো নিয়ে যাচ্ছি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, বিষয়টি আমার জানা নেই। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ইটগুলো আমাদের অধিনে থাকবে, তবে ইটগুলো অন্যের বাড়িতে যাচ্ছে এমন প্রশ্নের কোন সঠিক উত্তর দিতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।