বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোন প্রকার টেন্ডার ছাড়াই বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র পৌরসভার নিজস্ব তহবিলের লাখ লাখ টাকা ব্যয় করে প্রায় এক হাজার ফিট ড্রেনের সংষ্কার কাজ করছেন। ওই ড্রেনের মাটি ও আবর্জনা দিয়ে রেলওয়ে মালগুদাম খালাস পয়েন্ট ভরাট করে পৌরসভার রাজস্ব খাতের টাকা অপচয় করাসহ এ কাজের সময় ড্রেনের দুই ধারে রেলওয়ের জায়গায় গড়ে উঠা ছোট বড় বিভিন্ন জাতের ২০ -২৫টি গাছ উপড়ে ফালা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনিয়মের মাধ্যমে করা এ কাজ এলকার কোন উপকারে আসবে না বলে অনেকেই জানিয়েছেন।
এ ঘটনা নিয়ে এলাকায় জনসাধারণের মাঝে নানা প্রশ্ন উঠার পর কাজটি বন্ধ করে দিয়ে পরে টেন্ডারের মাধ্যমে করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়টি নিয়ে এলাকায় সর্ব সাধারণের মাঝে নানা প্রশ্ন উঠার পর কাজটি বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, যখই একাটা ভালো কাজ করি তখন মানুষ সমালোচনা করে। বর্ষা মৌসুমে এলাকায় যেন পানিবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য পরিষদের আলোচনার সিদ্ধান্ত হবার পর কাজটি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।