পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় উত্তর লক্ষণ খোলায় সড়কে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ কাজ করার সময় একটি সরকারি প্রাইমারি স্কুলের দেয়াল ধসে পড়ে তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত শ্রমিকরা হলো হৃদয়, মিম ও দুলালী।
গতকাল দুপুরে উপজেলার উত্তর লক্ষণ খোলা এলাকায় দেয়াল ধসে নির্মাণ কাজে নিয়োজিত তিন শ্রমিক আহত হলে প্রথমে তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থা গুরুতর হলে জরুরি বিভগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত জাহেদা নামের নারী শ্রমিক জানিয়েছেন, সকাল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিল। দুপুর ১টায় দিকে ড্রেনের পাশে উত্তর লক্ষণ খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের দেয়াল ধসে পড়ে। এসময় হৃদয়, মিম ও দুলালী নামে তিন শ্রমিক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধসে পড়া দেয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে।
এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক দিপক চন্দ্র সাহা জানিয়েছেন, উত্তর লক্ষণ খোলা এলাকায় সড়কে ড্রেন নির্মাণ কাজ করছে রাসেল নামের এক ঠিকাদার। আহত তিন শ্রমিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী শ্রমিকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন অবহেলায় বা ত্রæটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।