মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১০ নং ডাউনিং স্ট্রিট থেকে প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী ভাষণ দিয়েছেন বরিস জনসন। সোমবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। মঙ্গলবারই দায়িত্ব হাত বদল হচ্ছে। বিদায়ী ভাষণের শুরুতেই সেখানে উপস্থিত হওয়া সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জনসন। ডেইলি মেইল জানিয়েছে, তার বক্তব্যের সময় সেখানে জড়ো হয়েছিলেন এমপি, সহযোগী এবং তার মিত্ররা। তার স্ত্রী ক্যারিও ছিলেন তার সাথে। বক্তব্যে তিনি তার সরকারের নানা সফলতার কথা তুলে ধরেন। কীভাবে দ্রæততম সময়ে বৃটিশ নাগরিকদের কাছে ভ্যাকসিন পৌঁছে দিয়েছেন তিনি সে কথা বলেন জনসন। বিদায়ী বক্তৃতায়ও রাশিয়ার বিরুদ্ধে কথা বলতে ভুলেন নি জনসন। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন জ্বালানি সংকট দিয়ে ব্রিটেনের জনগণকে ব্ল্যাকমেইল করতে পারবেন না। তিনি মনে করছেন যে এটা সম্ভব কিন্তু কনজারভেটিভ নতুন সরকার জনগণকে এই সংকট কাটিয়ে তুলবে। ব্রিটেনকে অবশ্যই ইউক্রেনের পাশে থাকতে হবে এবং পুতিনের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে দাঁড়াতে হবে। বক্তব্যে তিনি নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে সমর্থনের কথা বলেন। বরিস বলেন, নতুন সরকারের জন্য আমার জোরালো সমর্থন থাকবে। আমরা সকল সমস্যা থেকে উতরে যাবো এবং সব দিক থেকে শক্তিশালী হয়ে ফিরবো। এখনই সময় লিজ ট্রাসকে সমর্থন দেয়ার। এ সময় তিনি তার সরকারের সাফল্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, তার সরকার রাস্তাঘাট নিরাপদ করেছে, রাস্তায় আরো পুলিশ মোতায়েন করেছে। হাসপাতালের জন্য নতুন নতুন ভবন তৈরি এবং হাজার হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। বরিস জনসন বলেন, শিক্ষার জন্য রেকর্ড ফান্ডের ব্যবস্থা করা হয়েছে এবং তিনটি নতুন স্পিডের রেলওয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি এসময় তাকে ভোট দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানান। বক্তৃতা শেষ করেই ১০ নং ডাউনিং স্ট্রিট ত্যাগ করেন বরিস। এর আগে তিনি জরো হওয়া দর্শকদের কয়েক জনের সাথে হাত মেলান। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।