মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন তথ্য-মাধ্যমের খবরে বলা হয়, গুণগত মানে সমস্যা থাকা কারণে জনসন অ্যান্ড জনসন কোম্পানি মার্কিন এক কারখানায় উৎপাদিত প্রায় ১৩৫ মিলিয়ন ডোজ করোনা টিকা ধ্বংস করবে।
কোম্পানি জানায়, এসব টিকা ২০২১ সালের আগস্ট থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে উৎপাদিত হয়। তবে মান নির্ণয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এসব টিকা। তার আগে একই কারখানায় তৈরি ৪০০ মিলিয়ন ডোজ টিকায় সমস্যা দেখা দিয়েছিল।
এ বছরের মে মাসে মার্কিন সংসদের এক প্রতিবেদন জানায়, এ কোম্পানির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পণ্যের মান নিয়ন্ত্রণের সমস্যাকে আড়ালের চেষ্টা করেছে।
জনসন অ্যান্ড জনসন কোম্পানি জানায়, এসব টিকা বাজারে প্রবেশ করেনি। যে কারখানায় এ সমস্যা দেখা দিয়েছে, তাদের সঙ্গে করোনা টিকা উৎপাদন চুক্তি বাতিল করবে জনসন অ্যান্ড জনসন। সূত্র: এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।