Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

নেত্রকোনার মদনে মাছ মারতে গিয়ে হাওরের পানিতে ডুবে একজনের মৃত্যু

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৩ পিএম

বাড়ীর সামনের তলার হাওরে মাছ মারতে গিয়ে পানিতে ডুবে খলিলুর রহমান তালুকদার (৪৬) নামক একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নেত্রকোনা জেলার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামে।

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের মৃত তৈয়ব আলী তালুকদারের পুত্র খলিলুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সকালে বাড়ির সামনের তলার হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ মৃগী রোগ দেখা দেয়। এক পর্যায়ে সে হাওরের পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে আশপাশের মাছ ধরার লোকজন তার লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে।
মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলমের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে খলিলুর রহমান তালুকদার নামক একব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ