Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় আবদুল্লাহ সুইটস এন্ড বেকারিকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেকারীকে এক লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার তক্কারমাঠে আবদুল্লাহ সুইটস এন্ড বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় ব্রেড তৈরি, মুল্য তালিকা না দেওয়া, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো সেলিমুজ্জামান। এসময় ক্যাব প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মো সেলিমুজ্জামান জানান, পবিত্র রমজান উপলক্ষে ভেজাল এবং নকল উৎপাদনের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ভেজাল ও নকল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।



 

Show all comments
  • jack ali ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৪ পিএম says : 0
    আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করা হলে আল্লাহর রহমত দেশের করে কথিত হতো পতিত হত এবং মানুষ জানত কোনটা হালাল কোনটা হারাম | যদি কেউ খাদ্যে অথবা ওষুধে ভেজাল দিত তাহলে এটা মানুষ হত্যা অপরাধ এবং তাকে প্রকাশ্যে তরোয়াল দিয়ে মুন্ডচ্ছেদ করা হতো এবং সেটা টেলিভিশনে দেখানো হতো তাহলে কোন লোক কখনো সাহস পেত না খাদ্যে ওষুধে ভেজাল দেওয়া খাদ্যে ভেজাল দেওয়ার জন্য আজকে বাংলাদেশের মনে হয় 85 পার্সেন্টের অসুস্থ কারণ একই রাস্তার মধ্যে প্রায় 10 থেকে 12 টা অথবা 13:00 ডায়াগনোস্টিক সেন্টার এবং হসপিটাল আছে বাংলাদেশ এবং রুগীর অভাব নেই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ