মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দুই সমকামী অধিকারকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। সমকামিতা প্রচারের অভিযোগে তাদের এই সাজা দেয়া হয়। বিশ্বের যে অল্প কয়েকটি দেশে এখনও সমকামিতার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে ইরান তাদের একটি। এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।
খবরে জানানো হয়, মৃত্যুদণ্ড দেয়া দুই অধিকারকর্মীর নাম জাহরা সিদ্দিকি হামেদানি (৩১) এবং এলহাম চুবদার (২৪)। উর্মিয়ার একটি আদালতে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তারা বর্তমানে উর্মিয়া কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। এটি ইরানের ওয়েস্ট আজারবাইজান প্রদেশের একটি শহর।
১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে দেশটির বর্তমান শাসকগোষ্ঠী ক্ষমতায় আসে। এরপর থেকেই তারা সমকামিতার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে। এরপর তারা হাজার হাজার সমকামিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এমনকি সমকামীদের পক্ষে আইনজীবীও নিয়োগ করতে দেয়া হয়না বলে অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে।
ইরানের বর্তমান শাসকগোষ্ঠী মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কষ্ট বৃদ্ধি করতে বারবারিক লং ব্যবহার করে ফাঁসির আয়োজন করে।
এতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি সর্বোচ্চ কষ্টের সঙ্গে মারা যান। জাহরা এবং এলহামকেও একইভাবে ফাঁসি দেয়া হতে পারে বলে আশঙ্কা মানবাধিকার গোষ্ঠীগুলোর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।