Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের কারিগরি-প্রকৌশল সেবা রপ্তানি বেড়েছে ৩১ শতাংশ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:০১ পিএম

চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম চার মাসে (মার্চ ২১ থেকে জুলাই ২২) আগের বছরের একই সময়ের তুলনায় ইরানের প্রযুক্তিগত ও প্রকৌশল পরিষেবা রপ্তানি বেড়েছে ৩১ শতাংশ। দেশটির বাণিজ্য উন্নয়ন সংস্থার (টিপিও) প্রধান আলিরেজা পেইমান-পাক এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছর ইরান ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের প্রযুক্তিগত এবং প্রকৌশল পরিষেবা রপ্তানি করে। রপ্তানি করা হয় বিশ্বের ১৮টি দেশে।

ইরানি এই কর্মকর্তার মতে, গেল বছর কারিগরি ও প্রকৌশল সেবার রপ্তানি আগের বছরের তুলনায় ৪শ শতাংশ বেড়েছে।

তিনি বলেন, উল্লেখিত সেবা রপ্তানি চলতি বছরে ৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সূত্র: তেহরান টাইমস

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ