Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী প্রতিশ্রুতি দিতে হবে: ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৭ পিএম

ইরানের সার্বিক পরমাণু চুক্তি পুনরুদ্ধার সংক্রান্ত আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘আরো শক্তিশালী ও আরো নির্ভরশীল নিশ্চয়তা’ চায় ইরান। গতকাল (বুধবার) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ কথা বলেন।

দেশটির মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভের সঙ্গে সাংবাদিকদের এ-কথা বলেন তিনি। তিনি বলেন, বর্তমানে ইরান পরমাণু চুক্তি পুনরুদ্ধারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বক্তব্য যাচাই বাছাই করছে।

এর আগে তথ্যমাধ্যমের খবর অনুযায়ী, ইরান যুক্তরাষ্ট্রকে আবারো চুক্তি থেকে সরে গেলে ইরানের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে- এমন প্রতিশ্রুতি দেওয়ার জোর দাবি জানায়। আবদুল্লাহিয়ান বলেন, ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে। তদন্ত শেষ হবার পর ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়কারীর মাধ্যমে জবাব দেওয়া হবে।

এদিকে, ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, মঙ্গলবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী উপ-সাগরের জলসীমায় একটি নিয়ন্ত্রণ হারানো মার্কিন চালক-বিহীন জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইরান। মার্কিন সংশ্লিষ্ট পক্ষকে জানানোর পর জাহাজটি ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা ঠেকানোর জন্য নৌবাহিনী চালক-বিহীন জাহাজটি নিয়ন্ত্রণ করেছিল। এরপর একটি মার্কিন ডেস্ট্রয়ার জলসীমায় পৌঁছায় সংশ্লিষ্ট নিরাপত্তামূলক বিষয় নিশ্চিত করার পর জাহাজটি মুক্ত করে দেওয়া হয়।

খবরে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহে বেশ কিছু মার্কিন চালক-বিহীন জাহাজ উপ-সাগরের আন্তর্জাতিক জলসীমা ও আন্তর্জাতিক সমুদ্রপথে ঘোরাফেরা করে। চালক-বিহীন জাহাজ নিয়ন্ত্রণকারী টেলিযোগাযোগ বন্ধ হলে সামুদ্রিক দুর্ঘটনা ঘটতে পারে। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ