বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের রৌমারীতে গাছ চাপায় আব্দুল্লাহ আল নোমান রাব্বি (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামের পাখিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পাকা সড়কে এ দূর্ঘনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল নোমান রাব্বি চরশৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের শাহ আলেমর ছেলে। এবং সে চর শৌলমারী দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, বৃহস্পতিবার সকালে নিহত আব্দুল্লাহ আল নোমান রাব্বি নানা বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পূর্ব পাখিউড়া এলাকায় রাস্তার গাছ কাটতেছিল কাঠুরিয়া। ওই গাছ নিহত আব্দুল্লাহ আল নোমান রাব্বির উপর পরলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের বাবা ও পরিবারের লোকজন থানায় এসেছেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।