Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুয়াকাটায় খাবার হোটেলসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০হাজার টাকা জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২২, ৪:৩৬ পিএম

কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন পয়েন্টের। খাবার হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকদের পঁচা এবং বাসী খাবার সরবরাহ করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় খাবার হোটেল গুলোকে এই জরিমানা আদায় করা হয়।

এসময় খাবার হোটেল আল-মদিনা ৩০ হাজার, হোটেল যমুনা, ২০হাজার, হোটেল জয়, ১০হাজার টাকা ও হোটেল বৈশাখীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এস আই রিপন আহম্মেদের টিম।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন গনমাধ্যমকে বলেন, কুয়াকাটায় পর্যটক সেবার মান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ