Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘স্বাধীনতা দিবস’ উদযাপন করছে তালেবান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২২, ৫:৩৪ পিএম

যেখানে তাদের প্রতিষ্ঠা হয়েছিল সেই দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে তালেবান আজ (সোমবার)’স্বাধীনতা’ উদযাপন করছে। বিজয় মিছিল করেছে।

কান্দাহার থেকে বিবিসির সংবাদদাতা সেকান্দার কেরমানি জানাচ্ছেন সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর কাছ থেকে দখল করা গাড়িতে করে সশস্ত্র তালেবান যোদ্ধারা কান্দাহারের প্রধান সড়কে শোভাযাত্রা করে। তাদের হাতে ছিল সাদা এবং কারো পতাকা। সেসময় অনেক কিশোর বালককে গাড়ির পাশে পাশে দৌড়ুতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনী এবং তাদের সমর্থিত সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইতে গত বছরের বিজয়কে তালেবান আফগানিস্তানের ‘স্বাধীনতা’ হিসাবে বিবেচনা করে। তবে গত এক বছরে তালেবান যেভাবে দেশ চালাচ্ছে তা নিয়ে বহু আফগান গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে মেয়েদের মাধ্যমিক স্কুল বন্ধ করে দেয়া এবং বেশিরভাগ চাকরি থেকে মেয়েদের সরিয়ে দেয়ার ঘটনায় শহুরে, শিক্ষিত সমাজ খুবই উদ্বিগ্ন এবং ক্রদ্ধ।

সেকান্দার কেরমানি অবশ্য বলছেন, গ্রামীণ এলাকায় - বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্বে- অনেক মানুষের তাতে তেমন কোনো খেদ নেই। দুদশকের লড়াইয়ের জেরে তৈরি দুঃসহ জীবন থেকে রেহাই পাওয়া নিয়ে তারা সন্তুষ্ট। তবে একটি বিষয়ে আফগান সমাজের সবাই সমানভাবে উদ্বিগ্ন, আর তা হলো – আন্তর্জাতিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় পর ক্রমবর্ধমান ক্ষুধা ও দারিদ্র। সূত্র: বিবিসি।



 

Show all comments
  • jack ali ১৫ আগস্ট, ২০২২, ৫:৪১ পিএম says : 0
    তালিবানরা মনে হচ্ছে আল্লাহর পথে হাঁটছে না| নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন কি তিনি প্রতিবছর স্বাধীনতা দিবস পালন করতেন??????????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ