Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটের গোলাপঞ্জে ৪ বছর ধরে শিশু কন্যাকে ধর্ষণ, র‌্যাবের হাতে আটক অভিযুক্ত পিতা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৫:২০ পিএম

সিলেট গোলাপগঞ্জে ৪ বছর থেকে ১৩ বছরের শিশু মেয়েকে ধর্ষণের অভিযোগে এক পাষন্ড পিতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের পশ্চিম বুটিয়াপাড়া গ্রামের মৃত আসকার আলীর পূত্র হেলাল আহমদ ভলন (৫৫)।

ভিকটিম শিশুর মা প্রবাসে থাকার সুবাদে দীর্ঘ ৪ বছর থেকে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিলেন অভিযুক্ত পিতা। সম্প্রতি মা সৌদি আরব থেকে দেশে আসলে বাড়িতে জায়গা দিতে অপারগতা প্রকাশ করেন ভলন। জায়গা না পেয়ে সন্তানসহ চলে যান তার বাবার বাড়িতে তিনি। এসময় শারিরিক পরিবর্তন ও অসুস্থতা অনুভব করলে জোরপূর্বক ধর্ষণের কথা মাকে জানায় ভিকটিম শিশু। পরে শিশুর মা বাদি হয়ে অভিযোগ দাখিল করেন গোলাপগঞ্জ থানায়। অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১৩ আগষ্ট) র‌্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে গ্রেফতার করে তাকে। পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ