বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কলাপাড়ায় নদীর তীরের মাটির নিচে চাপা পড়ে মো: বাপ্পী মোল্লা নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার শেষ বিকেলের দিকে নীলগঞ্জ ইউনিয়নের গাজীর খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী তীরে এ ঘটনা ঘটে। মৃত বাপ্পী মোল্লা ওই ইউপির জালালপুর গ্রামের মালেক মোল্লার ছেলে ও আক্কেলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাপ্পীসহ চার শিশু আন্ধারমানিক নদী তীরের ভাঙ্গন কবলিত ওই এলাকায় খেলা করছিল। খেলার সময় হঠাৎ বিশালাকৃতির একটি মাটির চাকা ভেঙ্গে পড়লে বাপ্পীসহ আরো এক শিশু নিচে চাপা পড়ে। এসময় পাশের মাঠে কৃষিকাজ করতে থাকা কৃষকরা এগিয়ে এসে এক শিশুকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হলেও বাপ্পীকে উদ্ধারে সময় লেগে যায়। পড়ে বাপ্পীকে উদ্ধার করা হলে ততক্ষণে তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন জানান, খবর পেয়েছি। পরবর্তী আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।