Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে স্কুলের গেট ভেঙে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২২, ৭:৫৭ পিএম

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম শ্রাবণ দেওয়ান (৬)। সে খাগড়াছড়ি পৌরসভার নারায়ন খাইয়া পাড়ার প্রনয় দেওয়ানের পুত্র। নিহত শিক্ষার্থী বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
আজ বুধবার সকাল ৯ ঘটিকায় খাগড়াছড়ি সদর উপজেলার খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে প্রবেশ করার সময় হঠাৎ গেট ভেঙে তার শরীরের উপরে পড়ে। পরে লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, স্কুলের প্রধান শিক্ষক আমাদের ফোন করে বিষয়টি অবগত করেছে। আমরা স্কুল পরিদর্শন করেছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি। যদি পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ