মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (রোববার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান জানান, ইরানের পরমাণু-বিষয়ক সার্বিক চুক্তি পুনরুদ্ধারের আলোচনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলছে। ইরান একটি শক্তিশালী ও স্থায়ী চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আন্তরিক ও দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এদিন তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে চুক্তি পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করেছেন এবং ফিলিস্তিনের গাজা এলাকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।
আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের পরমাণু আলোচনার সাফল্য যুক্তরাষ্ট্রের আগ্রহ ও নমনীয়তার ওপর নির্ভরশীল।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র সঙ্গে ইরানের সহযোগিতা এখনও চলছে। আইএইএ’র উচিত ‘টেকনিকাল চ্যানেলের’ মাধ্যমে ইরানের মধ্যে পরমাণু নিশ্চয়তা ইস্যুটি সমাধান করা। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।