Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসিফের সঙ্গে গান করবেন না ন্যান্সি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ১:১৬ পিএম

দেশের সংগীত ভুবনের জনপ্রিয় দুই নাম আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যান্সি। দীর্ঘ দিন ধরে তাদের মাঝে সম্পর্ক ভালো যাচ্ছে না। বিশেষ করে আসিফের বিরুদ্ধে মামলা করার পর তা চরম তিক্ততায় রূপ নেয়। তবে গত ৩০ জুলাই আসিফ আকবার এক ফেসবুক পোস্টে জানান, ন্যান্সির সঙ্গে তার দূরত্ব ঘুচে গেছে। এমন খবরে ন্যান্সি-আসিফের ভক্তরাও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু এসবই তুড়িতে উড়িয়ে দিলেন ন্যান্সি। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় ন্যান্সি তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। যা দেখে হতবাক নেটিজেনরা।

ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি লিখেন, ‘আমার সর্বকনিষ্ঠ কন্যাকে দেখার উপলক্ষে অনেক তারকাদের মতো আমন্ত্রিত ছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শিল্পী আসিফ আমাদের সবার প্ৰিয় কিন্তু, ওনার আমার সাথে করা পূর্বের ধারাবাহিক মিথ্যে অসম্মানজনক অন্যায় কথা কোনোভাবেই আমার কাছে ক্ষমার যোগ্য নয়। নিরুপায় আমি আইনের দ্বারস্থ হবার পর বাকি বিষয় চলমান আদালতের বিচার প্রক্রিয়া যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।’

তিনি আরও লিখেন, ‘আসিফ আকবরের সঙ্গে কোনো ডুয়েট অ্যালবাম করার প্রস্তাব কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসেনি, আসলেও করার প্রশ্নই আসে না। যথেষ্ট জল ঘোলা হয়েছে, আর নয়। আসিফ আকবরের আমার সঙ্গে গান প্রকাশের ইচ্ছে থাকলে সেটা একান্তই তার নিজস্ব ইচ্ছে, আমার নয়। আমি আমার পূর্বের অ্যালবামের প্রাপ্য সম্মানী ফেরত চাই, সস্তা পাবলিসিটি নয়।’

উল্লেখ্য, আসিফ-ন্যানসির দ্বন্দ্ব শুরু হয় আজেবাজে মন্তব্যের মধ্য দিয়ে। এরপর আসিফ ফেসবুক লাইভে এসে ন্যানসিকে হেয় করে কথা বলা, সঙ্গীতশিল্পী শফিক তুহিনের মামলায় কারাগারে যাওয়াসহ নানা কারণে আসিফ-ন্যানসির মধ্যে দূরত্ব বাড়তে থাকে। যদিও দ্বন্দ্বের মূলে ছিল আসিফ-ন্যানসির গানের রয়্যালটি। তা ২০১৮ সালের মাঝামাঝির কথা। সেসময় তাদের এই ঘটনায় উত্তাল ছিল পুরো সঙ্গীতাঙ্গন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ