Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক কর্মকান্ডে ব্যস্ত সময় পার করছেন মনির খান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : রাজনৈতিক কর্মকান্ডে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। সম্প্রতি তিনি তার জন্মস্থান ঝিনাইদহের মহেশপুরে রাজনৈতিক কর্মকান্ড নিয়ে ব্যস্ত সময় পার করেন। তিনদিন ধরে মহেশপুর ও কোটচাঁদপুরের বিভিন্ন ইউনিয়নের গ্রামে-গ্রামে পথসভা, শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপির থানা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে মনির খানকে এক নজর দেখার জন্য রাস্তার বিভিন্ন মোড়ে-মোড়ে ও অনুষ্ঠানস্থলে হাজার-হাজার নারী-পুরুষ ভিড় করেন। এ সময় মনির খান বলেন, আমি আপনাদের সন্তান। আপনারা যখন আমাকে ডাকবেন তখনই পাশে পাবেন। আপনাদের ভালোবাসায় আমি আজ মনির খান হয়েছি। আপনাদের সবার ভালো কাজের সঙ্গে আমি আাছি এবং থাকব। বিএনপি নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, দলের সিনিয়র নেতাদের সম্মান করতে হবে। যারা এখন রাজনীতিতে আসছেন তাদেরকে ¯েœহ ভালোবাসা দিয়ে কাছে টানতে হবে। এ সময় মনির খান বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। উল্লেখ্য, মনির খান বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজনৈতিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ