Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোতাবায়ে এলে রাজনৈতিক উত্তেজনা বাড়বে : রনিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:০৮ এএম

শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের দেশে ফেরার সঠিক সময় এখন নয়। তিনি এলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। রাজনৈতিক উত্তেজনা আরো বেড়ে যাবে। রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত করার জন্য হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। এর পরিপ্রেক্ষিতে গত ১৩ জুলাই মালদ্বীপের উদ্দেশ্যে একটি সামরিক বিমানে দেশ ত্যাগ করেন তিনি। সিঙ্গাপুরে যাওয়ার আগে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগ করেন। মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুনাবর্ধনে বলেছেন, রাজাপাকসে আত্মগোপনে ছিলেন না এবং তিনি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। কিন্তু বিক্রমাসিংহে বলেছিলেন যে, তিনি প্রশাসনিক হস্তান্তর সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য সরকারী বিষয় বোঝাপড়ার জন্য রাজাপাকসের সাথে যোগাযোগ রেখেছেন। কিন্তু তিনি বলেননি যে, রাজাপাকসে শিগগিরই শ্রীলঙ্কায় ফিরে আসার পরিকল্পনা করছেন। ডেইলি মিরর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোতাবায়ে এলে রাজনৈতিক উত্তেজনা বাড়বে : রনিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ