Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়াকাটায় আবাসিক ও খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের ৩৮ হাজার জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২২, ৮:২৬ পিএম | আপডেট : ৮:৩৮ পিএম, ২৭ জুলাই, ২০২২

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত ৭ ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের ৩৮ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন পয়েন্টের। খাবার এবং আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
এসময় আবাসিক হোটেল ব্যবসার লাইসেন্স না থাকায় হোটেল তাজকে ১০ হাজার প্যারাডাইসকে ৫ হাজার টাকা সানফ্লাওয়ারকে ৫হাজার টাকা ও হোটেল সী বীচ ইনে ৫ হাজার টাকা মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পঁচা এবং বাসী খাবার সরবরাহ করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খাবার হোটেল যমুনা ৫হাজার টাকা, কলিম রেস্তোরাঁকে ৩হাজার টাকা ও মায়ের দোয়া হোটেলের মালিককে ৫ হাজার টাকা মোট ১৩ হাজার এবং আবাসিক হোটেল সহ মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন।
এসম নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেন মং রাখাইন গনমাধ্যমকে বলেন, কুয়াকাটায় পর্যটক সেবার মান নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ