বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বুধবার (২৭ জুলাই) সংবাদ সম্মেলনে এই তথ্য দেন তিনি।
বিপিসির চেয়ারম্যান বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। ছয় মাসের আমদানি নিশ্চিত করা আছে। আর তেল আমদানি না করলেও ৩২ দিনের ফার্নেস অয়েল মজুদ আছে। এছাড়া ৪৪ দিনের জেট ফুয়েল মজুদ আছে।
তিনি আরও বলেন, দেশে ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ মেট্রিক টন ডিজেল দেশে মজুদ রয়েছে। আর অকটন রয়েছে ১২ হাজার ২শ’ ৩৮ মেট্রিক টন। আগামী ৩০ জুলাই দেশে পৌঁছাবে আরও ৩০ হাজার মেট্রিক টন ডিজেল। আর ৬ মাসের তেল আমদানি নিশ্চিত করা আছে।
গ্রাহকদের তেল কম কেনার যে খবর চাউর হয়েছে এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান বিপিসি চেয়ারম্যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।