Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ শতাংশ টাকা কর্তনের প্রতিবাদ বাকশিস ও বিপিসি’র

প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট কর্তৃক বর্ধিত হারে মূল বেতনের ১০ শতাংশ টাকা কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)। মঙ্গলবার বিকেলে বাকশিস ও বিপিসি’র একসভা সমিতির মিরপুর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বর্ধিত হারে মূল বেতনের ১০% কর্তনের সুপারিশের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন।
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের একাউন্ট থেকে বর্তমানে অবসর সুবিধা বোর্ডে ৪% ও কল্যাণ ট্রাস্টে ২% মূল বেতন থেকে কর্তন করে রাখা হয়। কিন্তু ভবিষ্যতে আরও ২% হারে মোট ৪% বৃদ্ধি করে ১০% কর্তনের বিষয়টিকে নেতৃবৃন্দ শিক্ষক-কর্মচারীদের স্বার্থ পরিপন্থী উল্লেখ করে এমন সিদ্ধান্ত না নিতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেন। প্রবীণ শিক্ষক নেতা ও অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রফেসর মাজহারুল হান্নান বলেন, সরকার প্রতিবছর প্রতিশ্রুতি মোতাবেক প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ায় বর্তমানে ৪০ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্য টাকা উত্তোলনের জন্য আবেদন জমা দেওয়ার ৫/৭ বছর পরও টাকা না পেয়ে ভীষণভাবে ক্ষুব্ধ। সভায় নেতৃবৃন্দ শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে বর্ধিত হারে ১০% কর্তন না করে সরকারকে প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবছর সংশি¬ষ্ট খাতে অর্থ বরাদ্ধ দেওয়ার অনুরোধ জানান।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেনের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ পরিষদের সম্পাদক অধ্যক্ষ হারুন-অর-রশিদ পাঠান, বাকশিস’র ভারপ্রাপ্ত মহাসম্পাদক ড. এ কে এম আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুজিবর রহমান হাওলাদার, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ হোসনে জাহান, অধ্যক্ষ সহিদুল আলমসহ নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১০ শতাংশ টাকা কর্তনের প্রতিবাদ বাকশিস ও বিপিসি’র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ