মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের সামরিক শক্তিতে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। বছরের পর বছর কঠোর প্রচেষ্টার পর দেশটি এখন অত্যাধুনিক ড্রোন তৈরির প্রক্রিয়া আয়ত্ত করেছে।
ইরানের ড্রোন সক্ষমতা নতুন কিছু নয়। গত এক দশকে ইরান তার দেশীয় বিজ্ঞানীদের আশির্বাদে সম্পূর্ণ পরিসরের যুদ্ধ, পুনরুদ্ধার এবং নজরদারি ড্রোন তৈরি করতে সফল হয়েছে। এক্ষেত্রে সর্বশেষ বড় অর্জন এই মাসের শুরুতে উন্মোচন করা হয়।
ইরানি সামরিক বাহিনীর নৌবাহিনী দেশটির প্রথম ড্রোন ক্যারিয়ারের উদ্বোধন করে। নতুন এসব অর্জনের মধ্যে সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ইরানী বিশেষজ্ঞদের উৎপাদিত বিভিন্ন ধরণের আধুনিক এবং উন্নত ধরণের ড্রোন রয়েছে।
ড্রোন ইরানের শক্তিকে দ্রুতগতিতে বাড়িয়ে চলেছে। সপ্তাহ দুয়েক আগে একজন আইনপ্রণেতা বলেন, ইরানের ড্রোন সক্ষমতা ইরান এবং প্রতিরোধ অক্ষের শক্তি বাড়িয়েছে।
সূত্র: মেহর নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।