Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়াকে আরও বেশি গ্যাস সরবরাহের অনুরোধ ইইউ’র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ৬:০৬ পিএম

ইউরোপীয় কমিশনের জ্বালানী ব্যুরোর উপপ্রধান গতকাল (শনিবার) জানান, রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাসের আমদানি হ্রাস পেয়েছে। ফলে সে সংকট মোকাবিলায় নাইজেরিয়াকে আরও বেশি গ্যাস সরবরাহের অনুরোধ করেছে কমিশন।

তিনি আরও জানান, ইউরোপের তরল প্রাকৃতিক গ্যাসের চাহিদার ১৪ শতাংশ নাইজেরিয়া থেকে আমদানি করা হচ্ছে। এ পরিমাণ আগামীতে দুইগুণ বেড়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

পাশাপাশি, সম্প্রতি ইউরোপের একাধিক দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ঘন ঘন মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সফর করেছেন। তাতে তারা আরও বেশি জ্বালানী সরবরাহের বিকল্প খুঁজার চেষ্টা করছেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ইইউ যুক্তরাষ্ট্রের অনুসরণে রাশিয়ার উপর একাধিক দফা অবরোধ আরোপ করেছে। তাতে তারা নিজেদের ক্ষয়ক্ষতি বয়ে আনছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ’র

২৫ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ