মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপে ক্রমেই কঠোর হতে থাকা শরণার্থী নীতির সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। অস্ট্রিয়ার পার্লামেন্টে এক বক্তব্যে তিনি বলেন, এ ধরনের নীতি সদস্য দেশগুলোর আন্তর্জাতিক দায়িত্ব ও কর্তব্যের বিরোধী। অস্ট্রিয়ার এমপিরা আশ্রয়প্রার্থীদের অধিকারের ওপর বাধা নিষেধ আরোপ করে এবং সীমান্তে বেশির ভাগ শরণার্থীর আশ্রয়ের আবেদন নাকচ করার এখতিয়ার দিয়ে একটি খসড়া আইন অনুমোদনের পরদিনই বান এ সমালোচনা করলেন। অস্ট্রিয়াসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সিরীয় শরণার্থীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে। গত বছর ১০ লাখেরও বেশি শরণার্থী ইউরোপে পৌঁছেছে। এতে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় শরণার্থী সঙ্কট সৃষ্টি হয়েছে। এ সঙ্কট কিভাবে সামাল দেয়া হবে তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নে বিভক্তি দেখা দিয়েছে। ভিয়েনা পার্লামেন্টে এমপিদের উদ্দেশে বান কি মুন বলেন, ইউরোপের দেশগুলো এখন যেভাবে দিন দিন কঠোর অভিবাসন ও শরণার্থী নীতি নিচ্ছে তাতে আমি উদ্বিগ্ন। আন্তর্জাতিক মানবিক আইন এবং ইউরোপীয় আইনের আওতায় সদস্য রাষ্ট্রগুলোর যে দায়বদ্ধতা আছে তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এ সমস্ত নীতি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।