Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ইইউ’র অবরোধে বিপাকে মিয়ানমার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মিয়ানমার ও কম্বোডিয়া থেকে চাল আমদানিতে পুনরায় শুল্ক জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী তিন বছরের জন্য এই শুল্কারোপ করা হয়েছে। শুল্কমুক্তভাবে এই দুই দেশ থেকে চাল আমদানির কারণে ইউরোপিয়ান পণ্যের অর্থনৈতিক ক্ষতির কারণে এই পদক্ষেপ নিয়েছে ব্লকটি। ইইউর সিদ্ধান্ত অনুসারে, শুক্রবার থেকেই এই শুল্কারোপ শুরু হয়েছে। এতে প্রথম বছর প্রতিটন চালে ১৭৫ ইউরো শুল্ক আরোপ করা হয়েছে। দ্বিতীয় বছরে এই শুল্ক কমিয়ে করা হয়েছে ১৫০ ইউরো এবং তৃতীয় বছরে ১২৫ ইউরো। ইইউর নির্বাহী কমিটির গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে, গত পাঁচ মওসুমে কম্বোডিয়া ও মিয়ানমার থেকে ইন্ডিকা চাল আমদানি বেড়েছে ৮৯ শতাংশ। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ’র অবরোধে বিপাকে মিয়ানমার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ