Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাটো ও ইইউ’র বিরুদ্ধে প্যারিসে বিশাল বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে বড় বিক্ষোভ আয়োজিত হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। শনিবার প্যারিসের কেন্দ্রে ডানপন্থী দল ‘দ্য প্যাট্রিয়টস’ এই বিক্ষোভের ডাক দেয়। ‘প্রতিরোধের জাতীয় সমাবেশ’ নামের ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন বলে জানিয়েছে দলটি। আরটি জানিয়েছে, দ্যা প্যাট্রিয়টস দলের প্রধান ফ্লোরিয়ান ফিলিপোট। তিনি ম্যারিন লা পেনের ‘ন্যাশনাল র‌্যালি’র ডেপুটি হেড ছিলেন। এছাড়া তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের একজন সদস্যও ছিলেন। বিক্ষোভে দেখা যায় বিক্ষোভকারীরা ফরাসি ভাষায় ‘প্রতিরোধ’ লেখা বিশাল একটি ব্যানার নিয়ে মিছিল করছেন। অন্য আন্দোলনকারীরা ‘ফ্রেক্সিট’ লেখা ব্যানার নিয়ে এসেছিলেন। এর মাধ্যমে ফ্রান্সের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার দাবি জানানো হয়। অনেকেই আবার ফ্রান্সের জাতীয় পতাকা নিয়ে এসেছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আন্দোলনকারীরা সেøাগান দিয়ে ফ্রান্সকে ন্যাটো থেকে বের হয়ে আসার দাবি জানাচ্ছে। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকেও উৎখাতের দাবি জানাচ্ছে তারা। তারা মিছিল নিয়ে পার্লামেন্ট ভবনের সামনে গিয়ে দাঁড়ায়। বিক্ষোভ থেকে ন্যাটোকে ‘যুদ্ধবাজ’ বলে আখ্যায়িত করেন ডানপন্থী নেতারা। তারা দাবি করেন, এখন যে অর্থনৈতিক সংকট চলছে তার পেছনে ইউরোপীয় ইউনিয়ন দায়ী। তাদের নিষেধাজ্ঞার কারণেই ফ্রান্সের জ্বালানী নিরাপত্তা হুমকিতে পড়েছে। ফরাসি গণমাধ্যম এ বিক্ষোভের খবর অনেকটাই এড়িয়ে গেছে। দেশটির কর্মকর্তারাও বিক্ষোভে কত মানুষ যোগ দিয়েছে তার আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। দ্য প্যাট্রিয়টসের ওয়েবসাইট বলছে, গত মাসেও দুই বার এমন বিক্ষোভ হয়েছে প্যারিসে। গত মাসে ফ্রান্সের জ্বালানী কতৃপক্ষ সিআরই সাবধান করে জানিয়েছে, আসন্ন শীতে জ্বালানী সংকটে পড়তে পারে পরিবারগুলো। একই হুঁশিয়ারি দিয়ে বিরোধী নেতা লা পেনও ফরাসিদের ‘কঠিন শীতের’ জন্য প্রস্তুত হতে বলেছেন। তিনি দাবি করেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কাজ করছে না বরঞ্চ এতে ফরাসি নাগরিকরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যাটো ও ইইউ’র বিরুদ্ধে প্যারিসে বিশাল বিক্ষোভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ