Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে ইইউ’র হুমকি

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছে ইউরোপীয় পার্লামেন্ট। বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘন বন্ধ না করলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপের ২৮ দেশের এই পার্লামেন্ট। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট রিসজার্ড জারনেকি বলেছেন, পাকিস্তানের দুই মুখ। প্রকাশ্য মুখটি আমাদের দিকে। কিন্তু বর্বর মুখটি বেলুচিস্তানের দিকে। বেলুচিস্তানের মানুষের জন্য বর্বর অভিযান ও নীতি ত্যাগ না করলে ইউরোপীয় পার্লামেন্ট ব্যবস্থা নেবে বলে উল্লেখ করেন তিনি। ইউরোপীয় পার্লামেন্ট এমন সময় এ কথা বলেছে, যখন বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘে তুলেছে ভারত। উল্টো, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করছে পাকিস্তান। বিষয়টি আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে। বার্তা সংস্থা এএনআই-কে রিসজার্ড জারনেকি বলেন, ‘মানবাধিকারবিষয়ক বিতর্কের সময় আমি বলেছি, কোনো সহযোগী দেশ যদি মানবাধিকার ও নীতি না মানে তাহলে আমাদের প্রতিক্রিয়া দেখানো উচিত এবং অর্থনৈতিক কিছু ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞা আরোপের দিকে এগোতে পারি। তিনি আরো বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। বেলুচিস্তানের প্রতি তারা যদি তাদের নীতি না পাল্টায়, তাহলে ইসলামাবাদ ও পাকিস্তানের সরকারের প্রতিও আমাদের আচরণ পরিবর্তন করা উচিত। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানকে ইইউ’র হুমকি

২৫ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ