Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুবনেতা আশরাফুলের ওপর সন্ত্রাসী হামলার বিচার করতে হবে

ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ৮:৩৪ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও ভারপ্রাপ্ত সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম খাগড়াছড়িতে ইসলামী যুব আন্দোলন জেলা সহ-সভাপতি ডাঃ মো. আশরাফুল ইসলামের ওপর সন্ত্রাসি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, যুবনেতা ডাঃ মো. আশরাফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা প্রমাণ করে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন পর্যায়ে। তারা বলেন, প্রশাসনের কাজ হলো জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু প্রশাসন তা না করে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার ফলস্বরূপ আজ আশরাফুল ইসলাম এর ওপর হামলার ঘটনা ঘটেছে, তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন, অন্যথায় প্রতিবাদের আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে। তারা বলেন, বর্তমান সরকারের কতিপয় সন্ত্রাসী ইসলামী যুব আন্দোলনকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী আন্দোলন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ