বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনার ডুমুরিয়া উপজেলায় র্যাব অভিযান চালিয়ে অপদ্রব্য পুশকৃত ২ হাজার কেজি চিংড়ি জব্দ করেছে। উদ্ধারকৃত চিংড়ির বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি ট্রান্সপোর্ট কোম্পানিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। বৃহষ্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
আজ শুক্রবার র্যাব জানিয়েছে, বৃহষ্পতিবার বিকাল থেকে রাত ১১ টা পর্যন্ত ডুমুরিয়ার কৈয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকগুলো হতে ২ হাজার কেজি চিংড়ি উদ্ধার হয়। ওজন বাড়ানোর জন্য চিংড়িগুলোতে অপদ্রব্য পুশ করা হয়েছিল। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ট্রান্সপোর্ট কোম্পানির মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা, ওয়াহিদুজ্জামানকে ৫০ হাজার টাকা ও রিপন সানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।