বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন বাস ও এক মাহিন্দ্রা চালককে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই জরিমানা করা হয়।
জানা যায়, ঈদ সামনে রেখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীদের কাছ থেকে বাস, মাহিন্দ্রা ও সিএনজি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য তিন বাস চালকে ১১হাজার ও এক মাহিন্দ্রা চালককে ৫শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, সাধারন মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবিষয়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। এরই মাঝে বৃহস্পতি ও শুক্রবার দুইদিনের অভিযানে ৫ বাস ও ১ মাহিন্দ্রা চালকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।