বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার আশাশুনিতে ভেজা কাপড় শুকাতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ঘের কর্মচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার
মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের গফুর আলী সরদারের ছেলে ও ঘেরের হিসাবরক্ষক শামীম হোসেন (৩৫ ) এবং আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে ও ঘেরের কর্মচারি আলম গাজী (২৫)।
ঘের মালিক সাতক্ষীরার মোফাজ্জেল হোসেন জানান, দুপুরের গোসল সেরে কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের তারে হাত লাগলে শামীম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন । তাকে ছাড়াতে অপর কর্মচারী আলম গাজী শামীম হোসেনের গায়ে হাত দেওয়ার সাথে সাথে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মারা যান দুইজন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহ
দুটি উদ্ধার করে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান
করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।