Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের গুড়া মসলা তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ৪:৫৯ পিএম | আপডেট : ৫:৪৭ পিএম, ৫ জুলাই, ২০২২

নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের শুকনো মরিচ ও হলুদ ব্যবহার করে গুড়া মসলা তৈরির দায়ে তিন হলুদ ও মরিচ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানগুলো হলো-মোশারফ মিলস, তারামা মিলস ও কিরণ হলুদ মিলস। মঙ্গলবার দুপুরে শহরের আটাপট্টি এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক শামীম হোসেন। এসময় শামীম হোসেন বলেন, সামনে কোরবানি ঈদ উপলক্ষে এসব দোকানে ব্যস্ততা বেড়ে যায় কয়েকগুন। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন অবলম্বন করে ভোক্তাদের সাথে প্রতারনা করে থাকেন। এরই অংশ হিসাবে দুপুরে শহরের আটাপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে নি¤œমানের শুকনো মরিচ ও হলুদ ব্যবহার করে ভেজাল গুড়া মসলা তৈরির দায়ে মোশারফ মিলসকে ২ হাজার টাকা, তারামা মিলসকে ৩ হাজার টাকা ও কিরণ হলুদ মিলসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় প্রামানিক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ