Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গার দেউলি গ্রামে গরু বোঝাই ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ৮:০৯ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামে গরু বোঝাই ট্রাক চাপায় জান্নাতুল ফেরদৌস নামের (৪) শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দেউলির মোড় নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। জান্নাতুল ফেরদৌস একই উপজেলার দর্শনা পৌর এলাকার জয়নগরের মিঠু হোসেনের মেয়ে। 
স্হানীয়দের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গরু বোঝায়ই ট্রাকটি  পশুহাট ডুগডুগির দিকে যাচ্ছিল। ট্রাকটি দেউলির মোড় নামক স্থানে পৌঁছুলে ওই গ্রামে নানা নবির উদ্দীনের বাড়ী বেড়াতে আসা জান্নাতুল  তার নানীর সঙ্গে রাস্তা পারপার হতে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক  ডাঃ রুকসানা পারভিন তাকে মৃত ঘোষণা করেন।ট্রাকসহ ট্রাক চালক বেলালকে আটক করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ