বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফতুল্লায় অধিক মুল্যে সয়াবিন তেল বিক্রির অপরাধে ২ দোকানীকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান অভিযানের নেতৃত্বে দিয়েছেন
মো:সেলিমুজ্জামান জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শনের জন্য ব্যবসায়ীদের সতর্ক এবং নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিদর্শনকালে নির্ধারিত মুল্যের অধিক মুল্যে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ফতুল্লা বাজারে মিজান স্টোরকে ২০ হাজার টাকা ও মুল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় ১০ হাজার টাকা এবং এস মোহাম্মদ ট্রেডিংকে মুল্য তালিকা প্রদর্শন না করায় ৩৮ ধারায় ১০ হাজার টাকা মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে কৃষি বিপনন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি এবং ফতুল্লা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।