Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বিরলে পূণর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ৫:০৬ পিএম

দিনাজপুরের বিরলে পূণর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি পঞ্চগড় জেলার আটোয়ারী থানা এলাকার আজগর আলী (৬৫) বলে জানা গেছে। তবে তার পিতার নাম পাওয়া যায়নি।
রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বিজোড়া ইউনিয়নের পূণর্ভবা নদীর কাঞ্চন ব্রীজের নীজ থেকে ঐ মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীরা জানান, আজগর আলী কাঞ্চন ফিলিং ষ্টেশনের সত্বাধিকারী আব্দুল মালেকের চককাঞ্চন এলাকায় একটি বাগানে দীর্ঘদিন ধরে নৈশ্য প্রহরী হিসেবে কাজ করছিল। সকালে সে মাছ ধরার উদ্দেশে বের হয়ে পূণর্ভবা নদীর কাঞ্চন ব্রীজের নীচে যায়। সেখানে মাছ ধরার সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সে মারা যায়।
বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ