Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় চার মাস পর করোনায় ১ জনের মৃত্যু

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ৮:১১ পিএম


দীর্ঘ চার মাস পর বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মমতাজ উদ্দিন(৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বগুড়া শিবগঞ্জের বাসিন্দা।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি জেলায় একজনের মৃত্যু হয়েছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম খান।
তিনি জানান, একজনের মৃত্যুর পাশাপাশি জেলায় গত ২৪ ঘন্টায় ৩৯ নমুনায় ৬জন করোনায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে শজিমেকের ৩৪ নমুনায় ৫জন, টিএমএসএস কলেজের ৪ নমুনায় সবার নেগেটিভ এবং জিন এক্সপার্ট মেশিনে এক নমুনায় একজনের পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, এখন হাসপাতালে রোগী আছেন একজন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ৭০৬ জনে দাঁড়িয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ