Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকার নাইট ক্লাবে মৃত বেড়ে ২১

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১০:২৫ এএম

দক্ষিণ আফ্রিকার একটি নাইট ক্লাবে রহস্যজনকভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এদের সবাই যুবক বলে সংশ্লিষ্টরা রয়টার্সকে জানিয়েছেন। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পূর্ব লন্ডনের একটি নাইটক্লাব এসব মৃতদেহ পাওয়া যায়।

জানা যাচ্ছে, নাইট ক্লাবে বিষাক্ত গ্যাস লিক করেই সবার মৃত্যু হয়েছে। শহরের কেন্দ্র থেকে ওই নাইট ক্লাবের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার (১.৯ মাইল)।
প্রাদেশিক পুলিশের প্রধান ব্রিগেডিয়ার থেমবিনকোসি কিনানা বলেছেন, 'আমরা পূর্ব লন্ডনে অবস্থিত সিনারি পার্কের একটি স্থানীয় সরাইখানায় এসব যুবকের রহস্যজনকভাবে মারা যাওয়ার খবর পেয়েছি। কর্তৃপক্ষ তদন্ত করছে।'

কিনানা জানিয়েছেন, মৃতদের মধ্যে বেশিরভাগের বয়স ১৮ থেকে ২০ বছর। তবে তাদের কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
স্থানীয় টেলিভিশনে দেখা গেছে, বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গ থেকে প্রায় এক হাজার কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণে ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত ক্লাবটির বাইরে শত শত মানুষ জড়ো হন। তাদেরকে শান্ত করে পুলিশ।

দেশটির ইস্টার্ন কেপ প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিয়ান্দা মানানা বলেছেন, মৃতদেহগুলিকে রাষ্ট্রীয় মর্গে নিয়ে যাওয়া হচ্ছে এবং মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ আফ্রিকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ