Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমদের ধরতে পোস্টার ছাপিয়েছে যোগী সরকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১২:০০ এএম

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অসম্মান ও অপমানজনক মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ করা মুসলিমদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে ভারতের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এরই মধ্যে বেশ কয়েকজনের বাড়ি গুড়িয়ে দিয়েছে সরকারি বুলডোজার। এবার যাদেরকে ধরা সম্ভব হয়নি তাদের পোস্টার ছাপিয়েছে প্রশাসন। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার বিক্ষোভে অংশ নেয়া ৫৯ জনের ছবি প্রকাশ করেছে উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট প্রয়াগরাজ থানা। তাদের গ্রেফতার করতে রাজ্যের বিভিন্ন জায়গা, সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে এসব ছবি ও পোস্টার ছাপানো হচ্ছে। প্রয়াগরাজ থানার তরফে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে দেওয়া হবে যাতে সাধারণ মানুষও অভিযুক্তদের চিনতে পারে। প্রয়াগরাজের এসএসপি অজয় কুমার জানিয়েছেন, ‘ওইদিনের ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে আমাদের কাছে। সেখানে দেখা গিয়েছে, বেশ কিছু মানুষ পাথর ছুঁড়েছে। অন্যান্য ধ্বংসাত্মক কাজেও জড়িত ছিল অভিযুক্তরা। কিন্তু এখনও তাদের চেনা যায়নি, ফলে গ্রেফতার করা যায়নি। সেই জন্যই সাধারণ মানুষের সাহায্য চেয়েছি আমরা।’ তার দাবি, আইন মেনেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে। মুসলিমদের বিক্ষোভ দমন করতে প্রতি শুক্রবার বাড়তি পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। পুুলিশের দাবি, শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিশিষ্টজনেরা বলছেন, মূলত মুসলিমদের দমন করতেই এমন ব্যবস্থা নেয়া হচ্ছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের ওপর দমন পীড়ন বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। মহানবী হযরত মুহাম্মদ স. কে নিয়ে অপমানজনক মন্তব্য করার প্রতিবাদে গত শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভ করে মুসলিমরা। পুলিশ ও হিন্দুত্ববাদীদের সঙ্গে সংঘর্ষে দুই জন প্রাণ হারান। এরপর অশান্তি ছড়ানোর অভিযোগ এনে কয়েকটা বাড়ি গুড়িয়ে দেয় যোগী প্রশাসন। খবরে বলা হয়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্রের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে করা অবমাননাকর মন্তব্য দেশটির মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সেসব মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভও হয়। কিন্তু, এ বিক্ষোভে নিপীড়নের অভিযোগ উঠেছে। এবার এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে মানবাধিকার-বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি ভারত সরকারকে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত না করার আহŸান জানিয়েছে। স¤প্রতি একটি সংবাদমাধ্যমে বিজেপির মুখপাত্র (বর্তমানে বহিষ্কৃত) ন‚পুর শর্মার অবমাননাকর মন্তব্যের জেরে আরব বিশ্বে কঠোর সমালোচনার মুখে পড়ে ভারত। একাধিক দেশ ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বিজেপি মুখপাত্রের মন্তব্যের বিরোধিতা করে। পশ্চিম এশিয়ার একাধিক বাণিজ্যিক স্থলে ভারতীয় পণ্য বয়কট করা হয়। ওই মন্তব্যের জেরে বিরোধিতা, বিক্ষোভ শুরু হয় ভারতেও। কিন্তু, বিজেপি-শাসিত রাজ্যগুলো সে বিক্ষোভ দমনে ‘বাড়তি’ পদক্ষেপ গ্রহণ করে বলে অভিযোগ উঠে। এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে বলা হয়, বিক্ষোভ দমনে ভারতীয় কর্তৃপক্ষ যেন অবিলম্বে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত হয়। বিক্ষোভ দমনের কঠোরতায় ভারতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে অ্যামনেস্টি। সংস্থাটি বলেছে, শান্তিপূর্ণ উপায়ে যাঁরা প্রতিবাদ জানাচ্ছেন, তাঁদের যে কায়দায় আইনশৃঙ্খলার জন্য ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তা গভীর উদ্বেগের বিষয়। একই সঙ্গে মুসলিমদের নিশানা করে সরকার ক্রমাগত যে পদক্ষেপ নিচ্ছে, তা-ও চিন্তার বিষয়। বিবৃতিতে আরও বলা হয়, ভারত সরকার প্রতিশোধমূলক ভাবেবেছে বেছে সেসব মুসলিমদের ওপর নিপীড়ন চালাচ্ছে-যাঁরা মুখ খোলার সাহস দেখাচ্ছেন বা শান্তিপূর্ণ উপায়ে তাঁদের ওপর হওয়া বিদ্বেষের প্রতিবাদ জানাচ্ছেন। এ বিষয়ে এখনও ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ডিডবিøউ, রয়টার্স।

 



 

Show all comments
  • salman ১৭ জুন, ২০২২, ৭:১২ এএম says : 0
    Yea Allah, Jogi namer ai Jahannami k Jahannam a patheye daw. ameen
    Total Reply(0) Reply
  • Mozammel Haque Akash ১৭ জুন, ২০২২, ৯:২৪ এএম says : 0
    এর প্রতিফল একদিন ওদের ভোগ করতে হবে।
    Total Reply(0) Reply
  • Antara Afrin ১৭ জুন, ২০২২, ৯:২৪ এএম says : 0
    আল্লাহর লা'নত যোগীদের উপর আরোপিত হোক।
    Total Reply(0) Reply
  • Hakim Babla ১৭ জুন, ২০২২, ৯:২৪ এএম says : 0
    প্রতিটি ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। হিন্দু যোগী'র অন্যায় ক্রিয়াকলাপ'এর প্রতিফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। শুধু সময়ের অপেক্ষা মাত্র,কেননা সময় বড়ই নিষ্ঠুর।
    Total Reply(0) Reply
  • Muhammad Bin Boktier ১৭ জুন, ২০২২, ৯:২৫ এএম says : 0
    এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । তবে এটাও মনে রাখতে হবে ।যোগী আদিত্য নাথ । সরকার এর দ্বিতীয় বার পাশ করে আসার ।পেছনে লাখ লাখ মুসলিম ভোট আছে।আর এই ভোটার দের কারনেই। আজকে মুসলমান নির্যাতন এর এই চিত্র ।আল্লাহ্ তালা কখনও ছেড়ে দেন না।
    Total Reply(0) Reply
  • HAQ ১৮ জুন, ২০২২, ৪:৩৩ পিএম says : 0
    পাপ বাপেরেও ছাড়ে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ