Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার, দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ৬:৫৪ পিএম | আপডেট : ৯:০২ পিএম, ১৬ জুন, ২০২২

রাজশাহীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার করায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সেবা প্রদানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে নগরীর লক্ষীপুর এলাকায় ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকারের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযানের নেতৃত্ব দেন। নিয়মিত কাজের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে নগরীর লক্ষীপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রিএজেন্ট ব্যবহার করায় রাজ প্যাথলজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই অপরাধে দি প্যাথলজিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিন নগরীর দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ