Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

তালতলীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার নৌকা মার্কার প্রার্থীকে জরিমানা

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ৬:৩৯ পিএম

বরগুনার তালতলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ নং বড়বগী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. আলমগীর মিয়া (আলম মুন্সিকে) ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর এ অর্থ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী প্রচারণার জন্য মিছিল ও শ্লোগান করে আসছিল। এ অভিযোগে আদালত এ দণ্ডাদেশ দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর (৩১) ১১ ও ২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন যে প্রার্থী করবে তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ