Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ দেশে ইভ টিজিং প্রতিরোধ দিবস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ১০:৫৩ এএম

নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ বা ইভ টিজিং প্রতিরোধ দিবস আজ। নারী, মেয়েশিশু, কিশোরী এবং তরুণীদের উত্ত্যক্ত করার জন্য বখাটেদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর ১৩ জুন ইভ টিজিং প্রতিরোধ দিবস পালন করা হয়।

ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যৌন নিপীড়নের মতো ভয়াবহ ব্যাধি থেকে নারীসমাজকে রক্ষা করতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ১৩ জুনকে ইভটিজিং প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে এবং ২০১০ সাল থেকে নিজস্ব কার্যক্রম নিয়ে জাতীয়ভাবে পালিত হয়ে আসছে দিনটি।

দেশে বিভিন্ন সময় নারী ও কিশোরীদের রাস্তাঘাট, স্কুল-কলেজ থেকে শুরু করে কর্মক্ষেত্রেও উত্ত্যক্তের শিকার হতে হচ্ছে। উত্ত্যক্তের শিকার হয়ে অনেক মেয়ের ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে যায়। অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেন। বিশেষজ্ঞদের মতে, আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বখাটদের দমন করা যাবে না। ইভ টিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।



 

Show all comments
  • jack ali ১৩ জুন, ২০২২, ১২:০২ পিএম says : 0
    গাছের গোড়া কেটে মাথায় পানি দিলে কি গাছ বাঁচবে আমাদের দেশে চলে মানব রচিত আইন দ্বারাযেটা কিনা আল্লাহর সাথে যুদ্ধ করা প্রতিটা মুসলিম অধ্যুষিত দেশে গান-বাজনা সিনেমা নাটক বেহায়াপনা মহিলা অশ্লীল কাপড় পড়ে রাস্তায় ঘোরাফেরা করা বিবাহ না করে জিনা ব্যভিচার করা সহশিক্ষা>>রাস্তাঘাটে ছেলেমেয়েরা জড়াজড়ি করছে প্রকাশ্যে চুমু খাচ্ছে স্কুলে ছোট ছোট স ছেলে মেয়েদের কে যৌনশিক্ষা নামে যিনা-ব্যভিচার করার শিক্ষা দেওয়া হচ্ছে যত ধরনের হারাম কাজ আছে সেই সব কাজই আজ মুসলিমরা শত শত বছর ধরে করে আসছে আমাদের দেশে কতশত দিবস পালিত হয় ইফটিজিং দিবস পালিত হয় সব কিছুর সমাধান দেওয়া আছে কোরআনে|
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিবস

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ