Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৩

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২২, ৫:১৫ পিএম

সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ চেষ্টার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক। গ্রেপ্তাররা হলেন নগরীর কাউনিয়া এলাকার মৃত আবদুল বারেক সিকদারের ছেলে মামুন সিকদার, আবদুল বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন ও নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ।

অতিরিক্ত কমিশনার এনামুল হক জানান, পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মূল হোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে।

ব‌রিশাল মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের উপ-ক‌মিশনার মনজুর রহমান জানান, আসামিরা দাবি করেছেন মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক দৈনিক সময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগিয়েছিলো তার ভবনে। সেটি নিয়ে সাংবাদিক অপূর্বর সঙ্গে কথাকাটাকাটি হয় মামুনের। সেজন্য অপুকে হেনস্তা করতে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। তবে বিষয়টি পুরো তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না। প্রসঙ্গত, রবিবার (২৯ মে) বিকেল সাড়ে ৩ টায় অফিসে যাওয়ার পথে অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেপ্তা‌রে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। ত‌বে ধরা ছোয়ার বাই‌রে মূল অ‌ভিযুক্তরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ