Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব সেরা কেক বানালেন কুইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ১২:০৩ এএম

বিশ্বের সবচেয়ে বড় জাফা কেক তৈরি করেছেন গ্রেট বৃটেন বেক অফ বিজয়ী ফ্রঁসেস কুইন। তার তৈরি করা কেকের ওজন ৮০ কেজি। চওড়া প্রায় দুই মিটার। বৃটেনস গট ট্যালেন্ট প্রোগ্রামের ১৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তিনি এই কেক বানিয়েছেন। কেক উপস্থাপনকালে তার সঙ্গে ছিলেন ম্যাকভিটি। তাকে সঙ্গে নিয়ে এই কেক তৈরি করেছেন ফ্রঁসেস কুইন। ফ্রঁসেস কুইন বলেন, ৫ বছর আগে আমি যে রেকর্ড গড়েছিলাম তা ভঙ্গ করতে ম্যাকভিটির মতো অংশীদারকে পাশে পেয়েছি। এ জন্য আমি ভীষণ সন্তুষ্ট। এমন একটি আইকনিক কেক দিয়ে বৃটেনস গট ট্যালেন্ট ইভেন্টের ১৫তম বার্ষিকী উদযাপন করা এক বড় আনন্দের। আমি আশা করি দর্শকরা এই ইভেন্টের সেমিফাইনালের সরাসরি স¤প্রচারে প্রতিযোগীদের প্রতিযোগিতা উপভোগ করবেন। ২০১৩ সালে গ্রেট বৃটিশ বেক অফ-এর চতুর্থ সিরিজ বিজয়ী হন ফ্রঁসেস কুইন। ২০১৭ সালে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছিলেন তা তিনিই ভঙ্গ করেন। অনলাইন স্কাই নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুইন

৩ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ