পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা পারভীনের সরকারি বাসভবনে গত রাতে একটি নাইট কুইন গাছে ২৯টি ফুল ফুটেছে। জেলা জজের সরকারি বাসভবনে রাত ১১টা থেকে ফুলগুলো ফুটতে শুরু করে রাত সোয়া ১২টার মধ্যে সব ফুল ফুটে যায়। জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন জানান, ২১ মাস আগে বরগুনা থেকে তার এক বড়বোন এই নাইট কুইন ফুল গাছটি উপহার হিসেবে দিয়েছিলেন। তার বাসা এবং অফিসে রেনলিলি, কাঠগোলাপ, ডে-লিলি, নীলমুনি, প্রেট্রোলিয়া, এ্যাডিমাস, ক্যাকটাস, অর্কিড, লিলিয়াম, পদ্ম, জবাসহ দেশি বিদেশী বিভিন্ন প্রজাতির সহস্রাধিক গাছ রয়েছে। শখের বশে এই বাগান করেছেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, গতবছর ডিসেম্বর মাসে তার অন্য একটি নাইট কুইন গাছে ৫৬টি ফুল ফুটেছিল। তিনি বিচারকের দায়িত্ব পালন শেষে অবসর সময়ে নিজেই এ ফুল বাগানের পরিচর্যা করেন। তিনি স্কুল জীবন থেকেই বই পড়তে ও ফুল বাগান করতে ভালোবাসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।