Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারা গেছেন তৃতীয় বেনিগনো একুইনো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৫ এএম

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো একুইনো বৃহস্পতিবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। একুইনো দেশটির ১৫তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। তার উত্তরস‚রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এবিএস ও সিবিএন নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি কমপক্ষে পাঁচ মাস ধরে ডায়ালাইসিস করছিলেন এবং স¤প্রতি হার্টের অপারেশন করিয়েছিলেন। ‘নিনয়’ হিসেবে পরিচিত একুইনো ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ও গণতন্ত্রের প্রতীক কোরাজন একুইনো এবং সিনেটর বেনিগনো একুইনোর একমাত্র ছেলে। মায়ের মৃত্যুর পর তিনি দেশটির প্রেসিডেন্ট হন। তার বাবা তৎকালীন স্বৈরশাসক ফার্দিয়ান্দ মার্কোসের বিরোধিতাকারী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত ছিলেন। দেশে ফেরার পথে ১৯৮৩ সালে তিনি খুন হন। একুইনোর মা কোরাজন একুইনো ১৯৮৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০০৯ সালের আগস্টে মারা যান।
আল-জাজিরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একুইনো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ