Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলে গেলেন ‘কমেডি কুইন’ জুডি টেনুটা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

আবার হলিউডে নক্ষত্রের পতন হল। পরলোক গমন করলনে হাসির রানি জুডি টেনুটা। যিনি ‘প্রেমের দেবী’ হিসাবেও পরিচিত। ১৯৮০-র দশকে বর্ষীয়ান কমেডিয়ান জর্জ কার্লিনের সঙ্গে তিনি সফর শুরু করেছিলেন। গত বৃহস্পতিবার নিজস্ব বাসভবনেই তিনি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। বৃহস্পতিবার বিকেলে লস অ্যাঞ্জেলেস টেনুটার নিজের বাড়িতেই মারা গিয়েছেন তিনি। মৃত্যুর সময় তিনি পরিবারের সান্নিধ্যে ছিলেন।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, প্রচারক রজার নীল অ্যাসোসিয়েটেড। নীল জানিয়েছেন, তিনি খুব মজার এবং আশ্চর্যজনক অভিনয়শিল্পী ছিলেন, সর্বদা তাঁর আশেপাশের মানুষকে আনন্দের সঙ্গে রাখতেন। তিনি এমন প্রজন্মের অভিনয়শিল্পী ছিলেন, যেখানে তাঁর সমসাময়িক অভিনেতারা লস অ্যাঞ্জেলেসের কমেডি স্টোর, হিউস্টনের ল্যাফ স্টপ এবং নিউ ইয়র্ক সিটির ক্যারোলিন সহ একাধিক বিখ্যাত ক্লাবগুলিতে লাইভ কমেডি অভিনয়ের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তিনিও তাঁদের মধ্যে একজন। টেনুটা ১৯৮৭ সালে ‘উইমেন অফ দ্য নাইট’ দিয়ে জাতীয় দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তিনি এলেন ডিজেনারেস, পলা পাউন্ডস্টোন এবং রিটা রুডনারের সঙ্গেও অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। ১৯৮৮-এর ‘আমেরিকান কমেডি অ্যাওয়ার্ডস’ টিভি অনুষ্ঠানে, টেনুটা পুরুষ বিজয়ী জেরি সাইনফেল্ডের বিপরীতে সেরা মহিলা কমেডি ক্লাব পারফর্মার নির্বাচিত হয়েছিলেন। সেই বছর অন্যান্য সম্মানিতদের মধ্যে ছিলেন, রবিন উইলিয়ামস, লিলি টমলিন এবং বেট মিডলার। সোনার মোড়ানো, গাম-চুইং টেনুটা, যিনি কার্লিনের কাছ থেকেও সেরা কমেডিয়ান হিসেবে পুরস্কার গ্রহণ করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলে গেলেন ‘কমেডি কুইন’ জুডি টেনুটা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ