Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইড্রোক্সিক্লোরোকুইন বিতর্ক চলছেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১২:১৬ এএম

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধের ব্যবহার নিয়ে বিতর্ক চলছেই। এক পক্ষ বলছে, এটি করোনায় চিকিৎসায় কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। তবে চীনের সর্বশেষ একটি গবেষণায় বলা হয়েছে আরও অধিকতর গবেষণার প্রয়োজন আছে। চীনা গবেষকরা জানিয়েছেন, করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের সুফল নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। তারা বলছেন, করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে এই ওষুধ প্রয়োগ করার পর প্রথাগত চিকিৎসা চেয়ে যে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন এমন প্রমাণ মেলেনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে যখন প্রাণঘাতী এ ভাইরাসের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার হচ্ছে তখন চীনের এই গবেষণা প্রতিবেদনে কিছুটা হলেও হতাশা তৈরি করতে পারে। চিকিৎসকরা বলছেন, সাধারণ চিকিৎসায় যে কয়দিনে রোগী সুস্থ হয়েছেন হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগের পরেও একই সময়ে সুস্থ হচ্ছেন। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইড্রোক্সিক্লোরোকুইন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ