Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বরে ফ্রেডি মার্কারির অপ্রকাশিত গান মুক্তি দেবে কুইন ব্যান্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ১২:০২ এএম

কিংবদন্তীতুল্য গায়ক ফ্রেডি মার্কারির মৃত্যু হলেও তার ব্যান্ড কুইন এখনও আছে। এই ব্যান্ড তাদের ১৩তম অ্যালবাম ‘দ্য মিরাকল’ মুক্তি পেতে যাচ্ছে এই বছরের সেপ্টেম্বরে, আর তাতে অন্তর্ভুক্ত থাকবে মার্কারির একটি অপ্রকাশিত গান।
বিবিসি রেডিও টুকে দেয়া এক সাক্ষাতকারে ব্যান্ডের দুই প্রতিষ্ঠাতা সদস্য ব্রায়ান মে এবং রজার টেলর এই তথ্য প্রকাশ করেছেন। ‘আমরা ফ্রেডির একটি ছোট রত্ন খুঁজে পেয়েছি, আমরা কোনোভাবে এটির কথা ভুলে গিয়েছিলাম, এটি অসাধারণ বলতেই হবে। এটি এক অনন্য আবিষ্কার এটি মিরাকল সেশনের অন্তর্ভুক্ত, আর আমার মনে হয় এটি সেপ্টেম্বরে মুক্তি পাবে,’ টেলর বলেন।
‘আমরা এটি অনেক খুঁজেছি, তারপর ভেবেছি এটি আর পাওয়া যাবে না। তবে আমরা হাল ছাড়িনি, আমাদের প্রকৌশলীদের চেষ্টায় অবশেষে আমরা বের করতে সক্ষম হয়েছি। এটি সুন্দর আর মন ছোঁয়া গান,’ টেলর আরও বলেন। ‘দ্য মিরাকল’ ১৯৮৯তে মুক্তি পায়। ডিজে মাইককে দেয়া সাক্ষাতকারে মার্কারি জানিয়েছিলেন, সেই সেশনে তারা ৩০টি গান রেকর্ড করেছিলেন। ৪৫ বছরের বর্ণাঢ্য জীবন যাপন করে ১৯৯১ সালে এইডসজনিত নিউমোনিয়ায় মারা যান মার্কারি (ওরফে ফারোখ বালসারা)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেপ্টেম্বরে ফ্রেডি মার্কারির অপ্রকাশিত গান মুক্তি দেবে কুইন ব্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ